
এস,কে হাসান ::
মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আশাশুনির ১১ ইউনিয়নে স্বল্প মূল্যে চাউল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে আশাশুনি বাজারে আনুষ্ঠানিক ভাবে এ বিক্রয় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্কাহী অফিসার মাফফারা তাসনীন।
উপজেলার ১১ ইউনিয়নে ২২ জন ডিলার ২১ হাজার ৬৯১ জন কার্ডধারীর মাঝে চাউল বিক্রয় করবেন। প্রত্যেক কার্ডধারী ৩০ কেজি কওে চাউল মাত্র ১০ টাকা কেজি মূল্যে ক্রয় করবেন। আশাশুরি বাজাওে ডিলার পরেশ অধিকারী বিক্রয় কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মাফফারা তাসনীন উদ্বোধন করেন। এসময় সদও ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, ওসিএলএসডি (আশাশুনি) দেব প্রসাদ দাশ, বড়দল ওসিএলএসডি আশরাফ আলি, ট্যাগ অফিসার প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল, মেম্বার তারিকুল আওয়াল সেজে, মেম্বার শাহিনুর ইসলাম, সাংবাদিক এম এম সাহেব আলি উপস্থিত ছিলেন।
##