
এস,কে হাসান ::
পানি নিস্কাশন ব্যবস্থা নিশ্চিত করে এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য বাধে পাইপ স্থাপন করা হয়েছে। রবিবার পাইপ স্থাপনের কাজ সম্পন্ন করা হয়।
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন, বোড়ামারা বিলসহ পাশ^বর্তী ফিংড়ী ইউনিয়নের অংশ বিশেষ এলাকা পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা ও পানিতে ফসল ও মৎস্য ঘের হুমকীতে রয়েছে। এসব এলাকার পানি বিভিন্ন স্লুইচ গেট দিয়ে নিস্কাশনের জন্য পাইপ বসানোর কাজ করতে উদ্যোগ গ্রহন করেন, ব্লুগোল্ড এর আওতাধীন বিভিন্ন স্লুইচ গেট ব্যবস্থানা কমিটির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বুধহাটা ইউনিয়নের হিমখালী-কোলাতলা খালে ৫টি পাইপ বসানোর উদ্যোগে নেন এবং রবিবার পাইপ স্থাপনের কাজ সম্পন্ন করে পানি নিস্কাশন কাজ শুরু করেন। কাজে নেতৃত্ব দেন আমোদখালী স্লুইচ গেট কমিটির সভাপতি ফিংড়ী ইউপি চেয়ারম্যান মোঃ শামছুর রহমান, মহেশ^রকাটি স্লুইস গেট কমিটির সভাপতি ভবেন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক শেখ মোনায়েম। সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা কাজ পরিদর্শন করেন। এসময় বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোকাররম হোসেন উপস্থিত ছিলেন।