
রাহাত রাজা ও গোপাল কুমার মন্ডল :
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় চাঁদা না দেওয়ায় পঙ্কজ সরকার (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোররাতে উপজেলার শোভনালী ইউনিয়নের শালখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পঙ্কজ সরকার স্থানীয় শালখালী শ্যামসুন্দর ইসকন মন্দিরের সেবায়েত বলে জানা গেছে। তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত পঙ্কজ সরকারের ভাই সমীরণ সরকার জানান, তার ভাই রাতে মন্দিরের পাশের একটি ঘেরের বাসায় (টোঙ) ঘুমিয়ে ছিল। রাতে দেবহাটার কুখ্যাত জিয়াউর রহমান ওরফে আফগান জিয়ার নেতৃত্বে দুর্বৃত্তরা তার ভাইয়ের মাথায় উপর্যুপরি কুপিয়ে ও পায়ে পিটিয়ে জখম করেছে।
তিনি জানান, আফগান জিয়া কয়েক মাস আগে থেকে তার ভাইয়ের কাছে তিন লক্ষ চাঁদা দাবি করে আসছিল। না দেওয়ায় তাকে কুপানো হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান জানান, বিষয়টি তিনি খোঁজখবর নিয়ে দেখছেন।