
গোপাল কুমার মন্ডল, আশাশুনি ::
আশাশুনির ৪৮ নং চাম্পাখালী সরকারি প্রাইমারি বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান, আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। গতকাল বিকালে এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের এসএমসি সভাপতি আব্দুল মজিদ। প্রধান শিক্ষক আব্দুর রহিমের উপস্থাপনায় প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শিক্ষানীতির সফলতা তুলে ধরেন। এসময় শিক্ষকবৃন্দ ৩ দফা দাবি তুলে ধরেন। ১. ইউনিয়ন পর্যায়ে একটি করে মডেল স্কুল হবে। কিন্তু বড়দল ইউনিয়নের এ স্কুলটি জেলার শ্রেষ্ঠ স্কুল হলেও এর নামটি মন্ত্রনালয়ে পাঠানো হয়নি। ২. বিদ্যালয়টিতে ২০১৩ সালে ৬ষ্ঠ শ্রেনি চালুর আদেশ হয়। সে অনুযায়ী অন্যান্য থানা/জেলার মত ৬ জন করে শিক্ষক দেয়ার কথা থাকলেও অদ্যবধি একজনও দেয়া হয়নি। স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ৫০০ জন। উপজেলা শিক্ষা কমিটিতে এ স্কুলে ৪ জন শিক্ষক দিতে রেজুলেশন হলেও শিক্ষা অফিসার মাত্র ১ জনের নাম পাঠিয়েছেন। শিক্ষক, ম্যানেজিং কমিটি, ষ্টুডেন্ট কাউন্সিল ও অভিাবকবৃন্দ স্কুলে ৪ জন শিক্ষকের দাবি জানিয়েছেন। ৩. স্কুলের খেলাধুলার জায়গার সংকট। প্রধান অতিথি স্কুল কতৃপক্ষের সকল বিষয় শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বস্থ করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুস সামাদ বাচ্চু, প্রচার সম্পাদক জগদীশ মন্ডল, কৃষকলীগ নেতা সোহরাব হোসেন, সাংবাদিক সাহেব আলীসহ স্কুলের সহকারি শিক্ষকবৃন্দ।
##