
এস কে হাসান ::
আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা ছাত্রলীগ ও সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (৫ জুন) কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের প্রজ্ঞাপন অনুসারে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নির্দেশনায় আশাশুনি উপজেলা ছাত্রলীগ ও আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হুমায়ুন কবির সুমন। এসময় অন্যদের মধ্যে উপজেলা তাঁতীলীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা এস এম হুমায়ুন কবির রাসেল ও উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।