
এস,কে হাসান ::
আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
“জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রথমে একটি র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, সুশীলনের আঃ ছাত্তার, ফ্রেন্ডশীপের মাসুদ রানা ও সিপিপি উপজেলা টীম লিডার আঃ জলিল। স্বাগত বক্তব্য রাখেন পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ। সার্বিক সহযোগিতায় ছিলেন ফ্রেন্ডশীপ, ওয়ার্ল্ড ভিশন ও সুশীলন।
##