
এস কে হাসান ::
আশাশুনিতে ২৭ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২০ তম জাতীয় প্রতিবন্ধি দিবস-২০১৮ অনুষ্ঠিত হবে সোমবার। উপজেলা প্রশাসন আশাশুনি ও উপজেলা সমাজ সেবা কার্যালয় আশাশুনি এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
দিবসের শুরুতে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হবে। এরপর বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। “সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধি মানুষের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখবেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
##