
গোপাল কুমার, আশাশুনি :
আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ’১৫ উপলক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস। সভায় আলোচনা রাখেন কৃষি কর্মকর্তা সামিউর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা সামছুল আলম, আশাশুনি প্রেস ক্লাব সভাপতি জিএম মুজিবুর রহমান, সম্পাদক এসএম আহসান হাবিব, উপদেষ্টা একেএম এমদাদুল হক, গোপাল কুমার মন্ডল, আকাশ হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান, বাহাবুল হাসনাইন, সাহেব আলী, মাছুদুর রহমান, হাবিবুল্লাহ বিল্লালী, আহসান উল্লাহ প্রমুখ। মত বিনিময় সভায় সাধু পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের ৪র্থ স্থান অর্জনসহ বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়। এছাড়া মাছ চাষ, কৃষি ফসল উৎপাদন ও গবাদি পশু পালনে অন্তরায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।