আশাশুনিতে জামায়াতের সভাপতি গ্রেফতার


519 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আশাশুনিতে জামায়াতের সভাপতি গ্রেফতার
মার্চ ১৭, ২০১৮ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

এস কে হাসান ::
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে দরগাহপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতিকে গ্রেফতার করেছে। আসামীকে শনিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
দরগাহপুর ইউনিয়ন জামাতের সভাপতি মধ্যম দরগাহপুর গ্রামের মৃত শের আলী সরদারের পুত্র প্রফেসর আঃ গনি নাশকতা মামলা ৬ তাং ২৪/১/১৮ ও নাশকতা মামলা ১৫ তাং ২২/১০/১৭ এর আসামী। এসআই বিশ^জিৎ ও এএসআই কামরুল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
##