
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া গ্রামে এক মহিলার জমি জবর দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে জনার্কীন সংবাদ সম্মেলন করে ওই গ্রামের দীন মজুর সাইফুল্ল্যা ঢালীর স্ত্রী রাফেজা খাতুন এই অভিযোগে করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি ও তার আপন দুই ভাই যথাক্রমে মুখতারুল ও আফসার উদ্দিন বিগত ২০০২ সালে আশাশুনি থানার অন্তর্গত মৌজার কুড়িকাউনিয়া গ্রামের এসএ ৩০ নং খতিয়ানের ১৯ শতক জমি রেজিস্ট্রি কেবলামূলে ক্রয় করে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি ওই গ্রামের জামায়াতের ক্যাডার আব্দুস ছাত্তার, আব্দুর রশিদ, মারুফ বিল্লাহ, আব্দুর রহিম, কওছার, জাহাঙ্গীর, আলামিন ও বাবু পরস্পর যোগসাজশে গত ৩০ জানুয়ারি ‘১৬ বে-আইনি ভাবে আমাদের উপর হামলা চালিয়ে ছয়টি ঘর ভাঙচুর করে জমি দখল করে নেয়। উল্লিখি সন্ত্রাসীরা আমাদের হত্যার হুমকি দিচ্ছে। বর্তমানে আমরা অসহায় জীবনযাপন করছি।
সংবাদ সম্মেলনে জমি ফিরে পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।