
গোপাল কুমার মন্ডল, আশাশুনি ::
আশাশুনিতে টিচার সাপোর্ট নেটওয়ার্ক (টিএসএন) প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। তিন দিনের এই প্রশিক্ষণ উপজেলা রিসোর্স সেন্টারে উদ্বোধন করা হয়েছে।
উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন প্রধান ও সহকারী শিক্ষকদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠান উপজেলা রিসোর্স সেন্টার আয়োজন করেছে। বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে নেটওয়ার্ক সৃষ্টির লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন, উপজেলা শিক্ষা অফিসার
মোসাঃ শামসুন নাহার, সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম ও সহকারী শিক্ষা অফিসার শাহাজাহান আলি। কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্বে আছেন ইউআরসি ইনস্ট্রাক্টর মহিতোষ কর্মকার।
##