
নূরুজ্জামান :
সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাপড়ায় ট্রলির ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম ইসহাক আলি (৪৪)। তিনি উপজেলার চাপড়া গ্রামের জাহেদ আলির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসহাক আলী রাতে পায়ে হেটে মৎস্য ঘেরে যাচ্ছিলেন। পথিমধ্যে আশাশুনি-সাতক্ষীরা সড়কের চাপড়া এলাকায় বুধহাটা বাজার থেকে আসা সিমেন্ট ভর্তি একটি ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত আশাশুনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ট্রলি চালক ট্রলিটি ফেলে পালিয়ে যায়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় এখনও পর্যন্ত কেউ কোন মামলা দায়ের করেননি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।