
এস,কে হাসান ::
আশাশুনিতে ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রস্তুতি সভা অনু্ষ্িঠত হয়েছে। সোমবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, কৃষি অফিসের এসএপিপিও আব্দুল গনি ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ৯ নভেম্বর ডিজিটাল উদ্ভাবনী মেলা সুষ্ঠুভাবে অন্ষ্ঠুানের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।