আশাশুনিতে তাঁতীলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারী নাশকতা মামলার আসামী


770 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আশাশুনিতে তাঁতীলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারী নাশকতা মামলার আসামী
মার্চ ১৭, ২০১৮ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

এস,কে হাসান ::
আশাশুনি উপজেলা তাঁতীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বপ্রাপ্ত আরিফুল গাজী একজন নাশকতা মামলার আসামী। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে ছবিসহ পরিচয় তুলে ধরে আশাশুনি থানার সামনে বিলবোর্ড স্থাপন করায় রাজনীতি পাড়াসহ সর্বস্তরের মানুষের মধ্যে এনিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
উপজেলা তাঁতীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে পরিচয় তুলে ধরে গাজী আরিফ নাম ব্যবহার করে ছবিসহ থানার সামনে গাছের গায়ে সাটানো বিলবোর্ড স্থাপন করার পর এলাকাবাসী জানতে পারে আরিফ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন। অথচ আশাশুনি থানার বিস্ফোড়ক দ্রব্য, তৎসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা নং ৬ তাং ২৪/১/১৮ মামলায় তিনি ১১ নং আসামী। এব্যাপারে উপজেলা তাঁতীলীগের সভাপতি এম এম সেলিম রেজার সাথে মোবাইলে কথা বললে তিনি জানান, ৭/৩/১৮ তাং উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে আরিফকে জয়েন্ট সেক্রেটারী হিসাবে মনোনীত করে জেলা নেতৃবৃন্দ পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত না হওয়া পর্যন্ত তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। তিনি নাশকতা মামলার আসামী কিনা সেটি তাদের জানা নেই। এ ব্যাপারে আরিফুল গাজীর সাথে কথা বললে তিনি বলে আমি একজন আওয়ামীলী পরিবারের সন্তান,আমার বাবা একজন কাউন্সিলর, আমার ভাই আওয়ীমীল নেতা ও ইউপি সদস্য ,আমি কলেজ ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম আমার বিরুদ্ধে এ মামলা পরিকল্পিত।