
এস,কে হাসান ::
আশাশুনি উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (বুধবার) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান। ইউএইচএ ডাঃ মিজানুল হকের সঞ্চালনায় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাঃ পলাশ দত্ত, আরএমও ডাঃ দিপন বিশ্বাস, ফায়ার সার্ভিস স্টেশান অফিসার আবুল কালাম মোড়ল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাসানুজ্জামান, সেনিটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফা, সহকারী মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সকল পান বিড়ি সিগারেটের দোকান বন্ধ করা, তামাক নিয়ন্ত্রন আইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ধারাসমূহ বাস্তবায়নে উপজেলা টাস্কাফোর্স কমিটির সদস্যদের নিজস্ব ও তাদের আওতাধীন সকল প্রতিষ্ঠানের প্রবেশ/বহিগমন পথ ও অন্যান্য দৃশ্যমান স্থানে নো স্মোকিং সাইনেজ স্থাপন করা হবে। এবং পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান করলে ৩০০/-টাকা পরিমান জরিমানা করা হবে, অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রয় করলে বিক্রয়কারী ৫০০০/- পরিমান জরিমানা আদায় করা হবে, ধুমপানের নিষিদ্ধ এলাকা, সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী প্রচার এবং মানুষকে ধুমপান থেকে বিরত রাখতে বিভিন্ন প্রচার প্রচারনা ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা বিষয়ে আলোচনা করা হয়।