আশাশুনিতে ধানক্ষেতে হাঁস পড়া নিয়ে হামলা : আহত-১


488 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আশাশুনিতে ধানক্ষেতে হাঁস পড়া নিয়ে হামলা : আহত-১
মার্চ ৯, ২০১৮ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

 

এস,কে হাসান,নিজস্ব প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামে ধান ক্ষেতে হাঁস ছাড়তে নিষেধ করায় প্রতিপক্ষের হামলায় এক গৃহবধু আহত হয়েছেন। ঘটনা ঘটেছে শুক্রবার বিকাল ৫ টার দিকে।
বুধহাটা পশ্চিম পাড়ার মৃত নজরুল ইসলাম ঢালীর পুত্র বুলবুল বুধহাটা বিলে ধান চাষ করেছেন। ধান ক্ষেতে প্রায়ই প্রতিবেশী মৃত অজেদ আলি গাজীর পুত্র রিপনের হাঁস পড়ে ক্ষয়ক্ষতি করে আসছিল। শুক্রবার বিকালে বুলবুলের স্ত্রী জনমজুর নিয়ে ক্ষেতে কাজ করছিল। এসময় রিপরনদের হাঁস ক্ষেতে পড়লে কথা কাটাকাটির এক পর্যায়ে রিপন জিউলীর করচা নিয়ে বুলবুলের স্ত্রীকে বেদম মারপিট করলে তিনি বেহুশ হয়ে পড়েন। এসময় রিপন ও তার স্ত্রী হাঁস নিয়ে কোন কথা বললে মজা দেখিয়ে দেবে বলে হামকী/ধামকী দিতে থাকে। লোকজন তাকে উদ্ধার কওে চিকিৎসকের কাছে নিয়ে যায়। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।