
এস,কে হাসান ::
আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউএনও কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন বলেন, বস্তুনিষ্ট সংবাদ তৈরীতে প্রয়োজনে আমার সহযোগীতা থাকবে। আমার মুঠোফোন সকল সময় আপনাদের জন্য খোলা। তিনি আরো বলেন, আমি আপনাদের সাথে আছি এবং আপনাদের সাথে কাজ করতে চায়।
বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক জিএম আল-ফারুক,সাবেক সাধারণ সম্পাদক,এসএম আহসান হাবিব, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোপাল কুমার মন্ডল ও সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধানগন, আশাশুনি প্রেসক্লাবের উপদেষ্টা একেএম এমদাদুল হক, অধ্যাঃ সুবোধ চক্রবর্তী, সহ-সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক জিএম আল-ফারুক, যুগ্ম-সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সমীর রায়, সাহিত্য সম্পাদক সচ্চিদানন্দদে সদয়, দপ্তর সম্পাদক আলী নেওয়াজ, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রকাশনা সম্পাদক প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, ক্রীড়া সম্পাদক এস কে হাসান, প্রচার সম্পাদক বাহাবুল হাসনাইন, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এমএম সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক ফাইজুল কবির, সাংবাদিক হাবিবুল্লাহ বিলালী, বাবলা প্রমূখ।
##