
॥ এস,কে হাসান ॥
আশাশুনিতে নবাগত এসিল্যান্ড হিসাবে দিপা রানী সরকার যোগদান করেছেন। রবিবার তিনি তার নতুন কর্মস্থল আশাশুনিতে যোগদান করেন। তার গ্রামের বাড়ী কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপসর গ্রামে । তিনি ৩৬ তম বিসিএস ক্যাডার। দিপা রানী সরকার এর আগে খুলনা জেলার ফুলতলা উপজেলায় এসিল্যান্ড হিসাবে দায়িত্ব পালন করেন।