
এস,কে হাসান ::
আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস’১৮ উদযাপনে র্যালী, নারী উন্নয়ন মেলা, পুরষ্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা শিশু পার্ক থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে নারী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মিজাবে রহমত। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবা কর্মকর্তা ইমদাদুল হক, চেয়ারম্যান আবু হেনা সাকিল, আলমগির আলম লিটন, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী রাজেশ্ব্যর দাশ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের মহিলা সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতা ও নারী দিবসের তাৎপর্য তুলে ধরে উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরন করা হয়।
##