
গোপাল কুমার, আশাশুনি :
আশাশুনিতে নির্মম হত্যাকান্ডের শিকার স্কুলছাত্র সাকিবের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শোকসভা ও দোয়ানুষ্ঠান করেছে উপজেলা যুবলীগ। বৃহস্পতিবার বিকালে আশাশুনি হাইস্কুলে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মহিতুর রহমান। বক্তব্য রাখেন আ’লীগ নেতা মোল্যা রফিকুল ইসলাম, অহিদুর রহমান গুরু, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, শিক্ষক আবুল কালাম আযাদ, জাতীয় পার্টি নেতা আবুল বাসার, ইউপি সদস্য তারিকুল আওয়াল, যুবলীগনেতা রাজু আহম্মেদ পিয়াল, আহসান উল্যাহ আছু, আনিছুর রহমান বাবলা, শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস, ওয়াদা জামে মসজিদের ইমাম ক্বারী আব্দুল বারী, উপজেলা জামে মসজিদের হাফেজ আব্দুল গফফার, বাজার জামে মসজিদের হাফেজ আবু বিলাল হোসেন, ছাত্রলীগের সহ-সভাপতি তৈয়বার রহমান, যুগ্ম সম্পাদক মিজান স্বেচ্ছা সেবক লীগ নেতা শওকাত হোসেন প্রমুখ। প্রসঙ্গত, গতবছর এই দিনে আশাশুনি সদরের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক স,ম সেলিম রেজা মিলনের জেষ্ঠ্য পুত্র দশম শ্রেনির ছাত্র স,ম সাকিব রেজা সাকিব জামায়াত-বিএনপি কর্মীর হাতে নির্মম ভাবে নিহত হয়। শোকসভায় সাকিবের হত্যাকারিদের ফাঁসির দাবী জানানো হয়। সভা শেষে দোয়ানুষ্ঠান করা হয়।