
মেহেদী হাসান সবুজ ::
গনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে স্বপ্নছোয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘পরিবেশ বিধ্বংসী প্লাস্টিকের চায়ের কাপ বর্জন ও পরিবেশবান্ধব মাটির কাপের চায়ের প্রচলন’ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অত্র উপজেলার ইউএনও, অফিসার ইনচার্জ, ইউ পি চেয়ারম্যান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, আশাশুনি বাজার সংলগ্ন সকল চা দোকানদার, মাটির কাপের কারিগর পাল মশাইগন এবং’ স্বেচ্ছায় সবসময় ‘ সদা প্রস্তুত স্বপ্নছোয়া ফাউন্ডেশন পরিবার।

অতিথিদের সার্বিক প্রচেষ্টায় সকলেই প্লাস্টিকের মারাত্মক ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবগত হয়ে এ বিষয়ে একমত যে অনতিবিলম্বে ভবিষ্যৎ প্রজন্ম কে রক্ষা করতে প্লাস্টিক বর্জনের বিকল্প নেই। এক্ষেত্রে মাটির কাপ একটি উত্তম পরিবেশবান্ধব বিকল্প।
পরিবেশ বান্ধব মাটির কাপের চায়ের প্রচলন আমাদের সমাজের জন্য হবে যুগান্তকারী।দেশ ও দশের জন্য হবে উপকারী। যা উপহার দেবে একটি নির্মল পরিবেশ।
এই মাটির কাপের চায়ের প্রচলন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে পারে সুন্দর, নির্মল, পরিবেশবান্ধব একটি পৃথিবী।