
গোপাল কুমার, আশাশুনি ব্যুরো ঃ
আশাশুনিতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা। প্রধান অতিথি হিসাবে কৃষকের হাতে বীজ ও সার তুলে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। খরিপ ১/১৬-১৭ মৌসুমে উফসি আউশ ও নেরিকা আউশ আবাদ সম্প্রসারনের লক্ষ্যে, প্রনোদনা কর্মসূচির আওতায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি অফিসার শামিউর রহমান, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান মিনি, চেয়ারম্যান মোনয়েম হোসেন, আওয়ামীলীগ নেতা রাশেদ সরোয়ার শেলী, আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে নেরিকা আউশ চাষীদের জন্য ১০ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি হারে এবং ব্যাংকের মাধ্যমে আগাছা দমনের জন্য ৪শ টাকা ও সেচের জন্য ৪শ টাকা, উফশি চাষীদের ৫ কেজি হারে বীজ ও সমপরিমান রাসায়নিক সার ও সেচের জন্য ৪শ টাকা হারে মোট ২০০ জন প্রান্তিক চাষীদের বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে।