
গোপাল কুমার মন্ডল, আশাশুনি ::
আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি œ পালিত হয়েছে। সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ র্যালী বের করে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের নেতৃত্বে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে একই স্থানে শেষ হয়। পরে স্মৃতি সৌধ পাদদেশে শিশু সমাবেশ, বঙ্গবন্ধুর জীবনি নিয়ে স্কুল শিক্ষার্থীদের আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মাফফারা তাসনীনের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অরুন ব্যানার্জী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, শিক্ষা অফিসার শামছুন্নাহার, প্রেসক্লাব উপদেষ্টা একেএম এমদাদুল হক, অধ্যাপক তৃপ্তিরঞ্জন সাহা, কৃষকলীগ সভাপতি সেলিম রেজা সেলিম, শিক্ষক সেলিনা আক্তার। এরআগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়। কুইজে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের হেলাল উদ্দিন ৯ম শ্রেনীর ছাত্র ১ম স্থান অধিকার করেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অপর দিকে, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন ঃ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, জন্মদিনের কেক কর্তন ও আলোচনা সভা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কর্তন ও আলোচনা রাখেন, উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। সিঃ সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে সভায় সহ-সভাপতি রাজ্যেশ^র দাশ, সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বাচ্চু, বিমল চন্দ্র গাইন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বুদ্ধদেব সরকার, কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, আ’লীগ সহ-দপ্তর সম্পাদক রাজু আহমেদ পিয়াল, যুবলীগ সভাপতি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, যুগ্ম সম্পাদক জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, শ্রীদাম চন্দ্র বাছাড়, তাহমিদ হোসেন ডেভিট, নাজমুল হোসেন, শরীফুজ্জামান, জি এম মঞ্জুরুল ইসলাম, উজ্জল, রাজ, তারিক, শাওন প্রমুখ।