
গোপাল কুমার, আশাশুনি:
আশাশুনিতে বজ্রপাতে একজন নিহত ও দ’ুজন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উত্তর মাদিয়া গ্রামের লক্ষন গাইনের পুত্র মনোরঞ্জন গাইন (৪৫) পাশের বিলে গরু আনতে গেলে আকশ্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোয়ালডাংগা বাজারে আহম্মদ আলীর স’মিলে বজ্রপাত হলে গুরুতর আহত হয় জামালনগর গ্রামের কেনা গাজীর পুত্র আলতাফ (২৮) নামের এক যুবক। সে স্থানীয় ডাক্তারের চিকিৎসাধিন আছে। এছাড়া আশাশুনি সদরের শ্রীকলস গ্রামের আমিন উদ্দীন মিস্ত্রির বাড়ীর পাশে বজ্রপাতে হলে তার পুত্র আশরাফুল হক (২১) মারাত্মক আহত হয়। এসময় সে মোবাইলে কথা বলছিল বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রাখা হয়েছে। ####