
এস,কে হাসান ::
আশাশুনি উপজেলার দরদাহপুর ইউনিয়নের খরিয়াটিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। বুধবার সকাল ৮.৩০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খরিয়াটি গ্রামের মৃত সুলতান গাজীর পুত্র আঃ হামিদ (৫৫) ঘটনার সময় সজিনা গাছ থেকে সজিনা পাড়ছিলেন। অসতর্কতা বশতঃ গাছের উপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের তারের সাথে তার হাত স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে তিনি ধান ক্ষেতে ছিটকে পড়েন। পাশের লোকজন দ্রুত তাকে উঠিয়ে আনলেও ততক্ষনে তিনি ইন্তেকাল করেন। মৃতকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৪ কন্যা সন্তান রেখে গেছেন।