
আসাদুজ্জামান ::
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল থেকে বিপুল পরিমান নকল ব্রান্ডের রপালী বিড়ি জব্দ করেছে উপজেলা নির্বাহি অফিসারের নেতৃত্বে র্যাব সদস্যরা। বড়দল বাজারের একটি গোডাউন থেকে গত শুক্রবার ২৬ বস্তা নকল ব্রান্ডের রোলযুক্ত উক্ত রুপালি বিড়ি জব্দ করা হয়। পরে সে গুলো কাস্টমস গোডাউনে জমা দেয়া হয়। এ সময় নকল ব্রান্ডের ওই বিড়ির মালিক জাকির হোসেন পালিয়ে যেতে সক্ষম হলেও তার গোডাউন ম্যানেজার আশিকুজ্জামান লোটাসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা জানান, সরকারের প্রায় ৪ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্রান্ডের বিড়ি বাজারজাত করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে আশাশুনি উপজেলা নির্বাহি অফিসার ইয়ানুর রহমানের নেতৃত্বে র্যাব সদস্যরা বড়দল বাজারের একটি গোডাউনে অভিযান চালায়। এ সময় নকল ব্রান্ডের ওই রুপালী বিড়ির মালিক যশোর জেলার মনিরামপুর থানার ঘিবা গ্রামের আব্দুর রশিদের পুত্র জাকির হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ওই গোডাউন থেকে র্যাব সদস্যরা ২৬ টি বস্তায় থাকায় ১১ লাখ শলাকা বিড়ি জব্দ করে। তারা আরো জানান, দীর্ঘ দিন ধরে ওই গোডাউনটি ভাড়া নিয়ে বিড়ির মালিক জাকির হোসেন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নকল ব্রান্ড লাগিয়ে এই বিড়ি উপজেলার বিভিন্ন্ বাজারে বিক্রি করে আসছিলেন।
আশাশুনি উপজেলা নির্বাহি অফিসার ইয়ানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ২৬ বস্তা বিড়ি সাতক্ষীরা কাষ্টমস গোডাউনে জমা দেয়া হয়েছে। এছাড়া গোডাউন ম্যানেজার আশিকুজ্জামান লোটাসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।