
এস, কে হাসান :
সংবাদ পত্রের স্বাধীনতা ও বিশ্ব গণ-মাধ্যম দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মক্সগলবার বিকালে বুধহাটা রিপোটার্স ক্লাবের আয়োজনে আশাশুনি প্রেসকøাব,বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাব ও বুধহাটা রিপোটার্স ক্লাবের সাংবাদিকদের অংশ গ্রহণে করিম সুপার মার্কেট থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে করিম মার্কেটে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধহাটা রিপোটার্স ক্লাবের আহবায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আশাশুনি প্রেসক্লাব সেক্রেটারী এস এম আহসান হাবিব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাব আহবায়ক এস এম আমীর হামজা, সচ্চিদানন্দদে সদয়, প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, হাসান ইকবাল মামুন, এস,কে হাসান, গোপাল মন্ডল, মাসুদুর রহমান, রমেশ চন্দ্র বসাক, আকাশ হোসেন, মোখলেছুর রহমান ময়না, ছোহরাব হোসেন, জলেমিন হোসেন, মইনুল ইসলাম, শেখ বাদশা, মাছুম বাবুল, বিকাশ চন্দ্র বাছাড়, আজিজুল ইসলাম, হাবিবুল্লাহ, , নূর আলম, সুব্রত দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।