
গোপাল কুমার মন্ডল, আশাশুনি ::
আশাশুনিতে বিশ্ব যক্ষ্মা দিবস’১৮ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘‘নেতৃত্ব চাই যক্ষা নির্মুলে, ইতিহাস গড়ি সবাই মিলে’’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার সকালে ব্র্যাকের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উক্ত সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা ও বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এবার একই স্থানে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ অরুন ব্যানাজী। ব্র্যাকের উপজেলা ম্যানেজার এম, কামরুজ্জামানে সঞ্চায়নায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোপাল কুমার মন্ডল, স্যানিটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফা, সহকারি স্বাস্থ্য পরিদর্শক আবু মুছা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিকাশ সরদার ও এমদাদুল ইসলাম সহ স্বাস্থ্য কর্মীবৃন্দ। সভায় বক্তরা বলেন যক্ষ্মা হলে রক্ষা নাই একথার ভিত্তি নাই যেমন তেমনি, তিন সপ্তাহ নয় এক সপ্তাহের অধিক সময় কাশি থাকলে তাকে অবশ্যই কফ পরিক্ষা করতে হবে।
##