আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন


498 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মার্চ ২৮, ২০১৮ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

এস,কে হাসান ::
আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হয়েছে। সোমবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। সূর্য্যােদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি ও শায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৬টায় শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের নেতৃত্বে উপজেলা প্রশাসন। এরপর উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের নেতৃত্বে আ’লীগ ও অঙ্গ সহযোগি সংগঠন, অপর দিকে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পিন্টুর নেতৃত্বে আ’লীগ ও অঙ্গ সহযোগি সংগঠন, সাবেক ইউপি সদস্য রুহুল আমিনের নেতৃত্বে জাতীয় পার্টি, অধ্যক্ষ মিজানুর রহমানের নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজ, অধ্যক্ষ সাইদুল ইসলামের নেতৃত্বে আশাশুনি মহিলা কলেজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ পরিদর্শক (ওসি) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ, আশাশুনি প্রেসক্লাব, উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, আশাশুনি ক্রীড়া সংস্থা, সদর ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি বালিকা বিদ্যালয়, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা রিপোর্টাস ক্লাব,আশাশুনি উপজেলা অন-লাইন প্রেসক্লাব, আশাশুনি রিপোর্টার্স ক্লাব, আশাশুনি শিক্ষক পরিষদ, আশাশুনি মাধ্যমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পন করে। সকাল ৮টায় আশাশুনি হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাক উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, ইউএনও মাফ্ফারা তাসনীন ও পুলিশ পরিদর্শক (ওসি) মোস্তাফিজুর রহমান। এরপর কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিকাল ৪টায় প্রীতি ফুটবল খেলা ও পুরষ্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও সম্পাদক শহিদুল ইসলাম পিন্টুর নেতৃত্বে পৃথক পৃথকভাবে পৃথক অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

##