আশাশুনিতে মোবাইল কোর্টে ৩০০০ টাকা জরিমানা


358 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আশাশুনিতে মোবাইল কোর্টে ৩০০০ টাকা জরিমানা
মার্চ ২১, ২০১৮ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

এস ,কে হাসান ::
আশাশুনিতে পৃথক দু’টি মোবাইল কোর্টে দু’জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাফফারা তাসনীন মঙ্গলবার সকালে উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বাজারের “আদি ঘোষ ডেয়ারী” নামে মিষ্টি দোকানে মান সম্মত পরিবেশ বজায় না থাকার অপরাধে দোকান মালিক সরুলিয়া গ্রামের অজিৎ ঘোষের পুত্র বিপ্লব ঘোষকে দ:বি: ২৭৩ ধারায় ১০০০ টাকা জরিমানা করা হয়। খবর পেয়ে বাজারের অন্য দোকানিরা দোকান বন্দ করে দ্রুত পালিয়ে যায়। সোমবার বিকালে তিনি কাটাখালী গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোতাহার হোসেনের স্ত্রী লিলি খাতুনকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আদালতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় ২০০০ টাকা জরিমানা করা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই বিজয় কুমার মজুমদার, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফা এবং থানা পুলিশ উপস্থিত ছিলেন।
##