
এস,কে হাসান ,আশাশুনি:
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের শিশু বিয়ের তোড়তোড় করার অপরাধে কনের পিতাকে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। গতকাল (সোমবার) সকালে কোর্ট পরিচালনা করা হয়।
বেউলা গ্রামের মৃতঃ গফফার সরদারের পুত্র ইমদাদুল সরদার তার ৮ম শ্রেনিতে পড়–য়া কন্যার বিয়ের তোড়জোড় করেন। কুঁন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী ছাত্রী (কনে) বিয়েতে রাজী না হলেও অভিভাবকরা বিয়ের আয়োজন করেন।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা অবহিত হলে মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা ও পুলিশকে ব্যবস্থা নিতে বলেন। পুলিশ মেয়ের পিতাকে আটক করলে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়েকে বয়স না হওয়া পর্যন্ত বিবাহ দেবেনা বলে মেয়ের পিতা অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন।