
এস,কে হাসান ::
আশাশুনি উপজেলা যুব লীগ দেশব্যাপী সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। ভয়ঙ্কর ও ভয়াবহ সিরিজ বোমার তান্ডবে নিহতদের রূহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রীসহ কলঙ্কিত হামলার হাত থেকে রেহাই পাওয়া নেতাকর্মীদের দীর্ঘায়ু কামনা করে আলোচনা সভায় প্রধান অতিথি এ বি এম মোস্তাকিম বলেন, ২০০৫ সালের এই দিনে বিএনপি-জামাতের মদদপুষ্ট জেএমবি সদস্যরা দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলা চালিয়েছিল। তিনি হামলাকারী ও তাদের দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মহিতুর রহমানের সঞ্চালনায় সভায় উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, ইউনিয়ন যুবলীগ সভাপতি ফরহাদ আহমেদ নয়ন, যুবলীগ নেতা আনিছুর রহমান বাবলা, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর রহমান রাজ প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।