
গোপাল কুমার, আশাশুনি ::
আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে বিরতীহিনভাবে আশাশুনি বালিকা বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,এস,এম মোস্তাফিজুর রহমান হরিণ প্রতিক নিয়ে হরিণ প্রতিক নিয়ে ২৫৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার দাশ চেয়ার প্রতিক নিয়ে ২৪৪ ভোট পেয়েছেন। অপর প্রার্থী বড়দল কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. শিহাব উদ্দীন আনারস প্রতিক নিয়ে ৭৮ ভোট পেয়েছেন। সেক্রেটারী পদে কুন্দুরিড়য়া মাধ্যমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম ছাতা প্রতিক নিয়ে ৩৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী প্রতাপনগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুপদ সানা দেওয়াল ঘড়ি প্রতিক নিয়ে ২২৬ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে গণেশ চন্দ্র বৈদ্য ফুটবল প্রতিক নিয়ে ৩৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী বৈদ্যনাথ মোরগ প্রতিক নিয়ে ২০৬ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে শরিফুল ইসলাম তুষার বই প্রতিক নিয়ে ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী হাফিজুল ইসলাম দোয়াত কলম প্রতিক নিয়ে ২৬৬ ভোট পেয়েছেন। নির্বাচনে ৬২৩ জন ভোটারের মধ্যে ৫৮৩টি ভোট পোল হয়। বাতিল হয় ৫টি ভোট।
##