
এস,কে হাসান :
আশাশুনি এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে সাংবাদিকদের সাথে ২০১৬ সালের কর্ম পরিকল্পনা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) সকাল ১০.৩০ টায় আশাশুনি এডিপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য উপস্থাপন করেন এডিপি ম্যানেজার প্রিন্স সুব্রত কর্মকার। তিনি তার বক্তব্যে ২০১৬ সালের কর্মপরিকল্পনার মধ্যে পুষ্টি কার্যক্রম, মায়েদের জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবা, হতদরিদ্রদের মাঝে স্বাস্থ্য সেবা, ওয়াটার ও স্যানিটেশন, শিশু বিকাশ কার্যক্রম, জীবন দক্ষতামূলক, ভোকেশনাল ট্রেনিং, অর্থনৈতিক উন্নয়ন, স্থানীয় সংগঠনকে শক্তিশালীকরণ, হতদরিদ্রদের অর্থনৈতিক উন্নয়ন, শিশু সুরক্ষা, সরকারি স্কুল ও কমিউনিটি ক্লিনিক সচলকরণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রোগ্রাম অফিসার মানিক হালদার নারী ও শিশু মেয়েদের প্রতি সহিংসতা রোধে ১৬ দিনব্যাপী কর্মসূচির বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় ওয়ার্ল্ড ভিশনের মনিটরিং অফিসার জাহাঙ্গীর কবির, ইকোনমিক স্পেশালিষ্ট এসকে মাসুদুল হাসান, স্পন্সরশীপ চাইল্ড প্রটেকশান টিম লীডার সুভাস মন্ডল, প্রোগ্রাম অফিসার মানিক হালদার ও পলভক্ত মন্ডল এবং সাংবাদিকদের মধ্যে আশাশুনি প্রেসক্লাব সেক্রেটারী এসএম আহসান হাবিব, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি এসএম আমীর হামজা, সেক্রেটারী প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, দুই প্রেসক্লাবের নেত্বৃৃন্দের মধ্যে আহম্মদ আলি বাচা, জি এম আল-ফারুক, সচ্চিদানন্দদে সদয়, রমেশ চন্দ্র বসাক, আবু ছালেক, হাসান ইকবাল মামুন, এসকে হাসান, গোলাম মোস্তফা, আকাশ হোসেন, মাসুদুর রহমান, মোস্তাফিজুর রহমান, বাহবুল হাসনাইন প্রমুখ আলোচনা রাখেন।