
আশাশুনি প্রতিনিধি :
যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা মাওলানা দেলোওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবীতে সাতক্ষীরার আশাশুনিতে গড়ে উঠা সাঈদী মুক্তি মঞ্চের ঘোষক আতিয়ার রহমান গাজী (৫০) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আশাশুনি উপজেলার প্রতাপনগর থেকে তাকে আটক করা হয়। আটক আতিয়ার রহমান গাজী ওই গ্রামের কোমর উদ্দিনের ছেলে ও প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
আশাশুনি থানার সেকেন্ড অফিসার (এসআই) আব্দুল আওয়াল জানান, স্থানীয়রা নাশকতাসহ কয়েকটি মামলার আসামি আতিয়ারকে আটক করে পুলিশে খবর দেয়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলোওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর আশাশুনি উপজেলার প্রতাপনগরে গড়ে ওঠে সাঈদী মুক্তি মঞ্চ।