
এস কে হাসান ::
আশাশুনিতে কমিউনিটি হেলথ প্রোভাইডার (সিএইচসিপি), স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিনাজুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, এমওডিসি ডাঃ মোঃ আব্দুর রহমান, আরএমও ডাঃ দীপন কুমার বিশ্বাস, ডাঃ মিনাক কুমার বিশ্বাস, পরিসংখ্যানবিদ আঃ খালেক, এমটিইপিআই শংকর মল্লিক, এস এম মোক্তারুজ্জামান স্বপন, আবু মুছা, বজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ সুদেব কুমার দে। সভায় সিভিল সার্জন অফিসের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ তীর্থ ঘোষ। সভায় মাঠ পর্যায়ে কর্মরতদের কাজের অগ্রগতি সাধন ও মাসিক রিপোর্ট প্রদানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।