আশাশুনিতে সূর্যকান্ত স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট খেলায় ক্রিকেটার মোস্তাফিজুর রহমান


870 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আশাশুনিতে সূর্যকান্ত স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট খেলায় ক্রিকেটার মোস্তাফিজুর রহমান
মার্চ ২২, ২০১৮ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

এস,কে হাসান ::
আশাশুনিতে সূর্যকান্ত স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বুধহাটা কুন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। কুন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ আকর্ষন হিসেবে খেলা উপভোগ করেন ও দর্শকদের সাথে মত বিনিময় করেন জাতীয় বিশ্ব নন্দিত বাংলাদেশ দলের কাটার মাষ্টার খেলোয়ার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুস সামাদ বাচ্চু, এস আই দেলোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এমদাদুল হক প্রমুখ। উত্তেজনাপূর্ণ ১৬অভারের খেলায় সদরের ভালুকা চাঁদপুর ক্রিকেট একাদ্বশ ও বাটরা (চাম্পাফুল) একাদ্বশ জোর প্রতিদন্দ্বিতা করেন। এসময় প্রথমে ভালুকা চাঁদপুর ব্যাটে নির্ধারিত ১৬ অভারে ১০৬রাত সংগ্রহ করেন। জবারে বাটরা (চাম্পাফুল) ক্রিকেট একাদ্বশ ৮অভারে ১০৭রান সংগ্রহ করে বিজয়ী হন। খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী ও গিয়াসউদ্দীন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন বন্ধু মহলের সদস্য পিন্টু কামার দাশ, এড. জাকারিয়া ও উপজেলা পরিষদের সিএ নাজমুল হুদা। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান চাম্পাফুল-বাটরা ক্রিকেট একাদশকে ২১ ইঞ্চি কালার টিভি ও রানার্সআপ ভালুকা চাঁদপুর ক্রিকেট একাদশকে ১৭ ইঞ্চি কালার টিভি পুরষ্কৃত করেন।