আশাশুনিতে সড়কের ধারে মরাগাছ : ঝুঁকির মধ্যে পথচারি


104 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আশাশুনিতে সড়কের ধারে মরাগাছ : ঝুঁকির মধ্যে পথচারি
ফেব্রুয়ারি ৯, ২০২৩ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট ::

সাতক্ষীরা আশাশুনি সড়কের ধারে বিভিন্ন স্থানে মরাগাছ পথচারীদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঝঁুকির মধ্যে চলছে হাজারো পথচারি। যেকোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

দরবাস্তিয়া ও ভালুকা চাঁদপুর মাঝ বরাবর রাস্তার দু’ধারের অসংখ্য শিশু গাছ শুকিয়ে গেছে। মাঝে মাঝে ছোট বড় ডাল হঠাৎ ভেঙে পড়ছে। এতে করে ঘটছে দুর্ঘটনা। আহত হচ্ছেন অনেকেই। দহাকুলা এলাকায় একই চিত্র দেখা যায়। ব্রহ্মরাজপুর বাজার এলাকার রাস্তার পাশে গাছ মরে সাদা হয়ে গেছে। সড়কের ধারের মরাগাছ অপসারণপূর্বক জন চলাচল নির্বিঘœ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন যাত্রীরা।