
গোপাল কুমার, আশাশুনি :
আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত ১ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশাশুনি-সাতক্ষীরা সড়কে ইট বোঝাই ট্রলি চলমান একটি মটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে এ দুঘর্টনা ঘটে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার নওয়াপাড়ায় এলাকায়।
আহতরা হলেন, আশাশুনির শ্রীউলা গ্রামের নিজাম উদ্দিন সরদারের পুত্র নাজমুল হুদা (৪৫) ও তার বোন খোদেজা খাতুন (৫০) একই গ্রামের ভাড়ায় মটর সাইকেল চালক লোকমান গাজীর পুত্র হাবিবুর রহমান।তারা মটর সাইকেলে বাড়ি থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। নওয়াপাড়া গ্রামে পৌঁছলে পিছন দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলি দ্রুতগতিতে মটরসাইকেলের পিছন দিকে থেকে ধাক্কা দেয়। এসময় সাইকেল আরোহিরা ছিটকে পড়ে। ট্রলির চাকায় পিষ্ট হয়ে খোদেজা খাতুনের ডান হাত সম্পূর্ণ রাস্তার সাথে পিষ্ট হয়ে যায়। অপর দুজন আহত হয়। খোদেজা খাতুনকে মুমূর্ষূ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।