
গোপাল কুমার, আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে অতি দরিদ্র ভূমিহীনদের জীবনমান উন্নয়নে ইইপি/সিঁড়ি উত্তরণ ও পল্লী চেতনা সেপটি প্রকল্পের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উত্তরণের বুধহাটা অফিসে উক্ত সভায় সভাপতিত্ব করেন বুধহাটা শাখা ম্যানেজার সরযু বিশ্বাস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরণের ডকুমেন্টেরি অফিসার আলহাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জোন্যাল কো-অর্ডিনেটর আব্দুস সাত্তার, পল্লী চেতনা ম্যানেজার তারিক আজিজ, উত্তরন আনুলিয়া ম্যানেজার মুজিবর রহমান, হিসাব রক্ষন কর্মকর্তা দিপঙ্কর ঘোষ ও এফএফ কুমারেশ কুমার। অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এস.এম আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক জি এম আল-ফারুক, দৈনিক কালের চিত্র ও ভয়েস অব সাতক্ষীরা ডটকমের আশাশুনি প্রতিনিধি গোপাল কুমার মন্ডল, সাংবাদিক সাচ্চিনানন্দ সদয়, বাহাবুল হাসনাইন বাবুল, আকাশ হোসেন, রফিকুল ইসলাম সহ আশাশুনি প্রেস ক্লাব ও বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ অংশ নেন। সভায় প্রকল্প পরিচিতি, অতি দরিদ্রদের জীবনধারা, সার্বিক প্রকল্পের সাথে আশাশুনির তুলনামূলক চিত্রের মধ্যে ৪হাজার ৮শ ৪০টি পরিবারের মধ্যে ৬ কোটি ৫ লাখ ৬৭ হাজার ৪১৮ টাকার সম্পাদ বিনা মুল্যে হস্তান্তরিত করাসহ পুষ্টি কার্যক্রমের মধ্যে ১১টি ইউনিয়নে ৩৩ জন কমিউনিটি পুষ্টিকর্মী ২ হাজার ৭১৪ পরিবারকে সেবা প্রদান এবং সহায়তার ধরণ নিয়ে আলোচনা করা হয়। সবশেষে লেখনীর মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতার আহবান জানান হয়।