
এস,কে হাসান ::
আশাশুনিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ হয়েছে। সোমবার (২৭জুন) বেলা ১২টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ২২জন হতদরিদ্র নারীদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এডিপি’র অর্থায়নে সেলাই মেশিন বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আক্তার হোসেন, নির্বাচন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সিকদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপকারভোগী পরিবারের নারী সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২২জন হতদরিদ্র উপকারভোগী নারীকে এ সেলাই মেশিন প্রদান করা হয়।