
এস ,কে হাসান ::
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জন ইয়াবা ও গাঁজা ব্যবসায়ীসহ ৭ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
এসআই দেলোয়ার ও এএসআই আমিরুল অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ গোয়ালডাঙ্গা গ্রামের মৃত রজব আলি সরদারের পুত্র শাহিনকে এবং এএসআই ফারুক ও উস্তার আলি পৃথক অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ শ্রীউলা গ্রামের মৃত শহিদুল গাজীর কন্যা রতœা, স্ত্রী সালেহা আক্তার ও বাসুদেবপুর গ্রামের এছহাক গাইনের পুত্র আজহারুলকে গ্রেফতার করেন। পৃথক অভিযানে নাঃ ও শিঃ মামলা ১১৭/১৮ এর আসামী কাকবাসিয়া গ্রামের মৃত শামছুর রহমানের পুত্র মইদুল, বাসুদেবপুর গ্রামের মৃত মফিজের পুত্র মুক্তার সরদার ও ১(৩)১৮ এর আসামী খাজরা দুর্গাপুর গ্রামের মৃত আছিরুদ্দিন গাজীর পুত্র ডব্লিউকে গ্রেফতার করেন।