
স্টাফ রিপোর্টার ::
আশাশুনির কাপসন্ডায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কাপসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কেসি বাজার ফুটবল একাদশ বনাম চেউটিয়া ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় চেউটিয়া ফুটবল একাদশকে ৫-১গোলে পরাজিত করে কে সি বাজার ফুটবল একাদশ ফাইনাল খেলার গৌরব অর্জন করে।
দ্বিতীয় সেমিফাইনাল খেলা টি উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দিন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাতী যুব সংঘের সভাপতি মইনুল ইসলাম,সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুর রউফ মোড়ল, ডাক্তার কৃষ্ণপদ রায়, সাদ্দাম হোসেন।
রেফারির দায়িত্ব পালন করেন ইদ্রিস আলী মোড়ল, রানা মোল্লা ও খোকন সরদার।
খেলাটি শত শত দর্শক উপভোগ করেন। আগামী শুক্রবার বিকালে একই মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।