আশাশুনির আনুলিয়ায় মাটির রাস্তা উদ্বোধন করলেন রুহুল হক এমপি


63 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আশাশুনির আনুলিয়ায় মাটির রাস্তা উদ্বোধন করলেন  রুহুল হক এমপি
মে ২৩, ২০২৩ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার ::

আশাশুনির আনুলিয়ায় মাটির রাস্তা সংস্কার প্রকল্প উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় আনুলিয়া ইউনিয়নের রাজাপুর বউবাজার থেকে একসরা অভিমুখী তিন কিলোমিটার মাটির রাস্তার কাজ ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাবেক সকাল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।
এ সময় প্রকল্পটির সার্বিক দায়িত্বে থাকা সমাজসেবক শেখ জালাল উদ্দিন ,৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মোঃ মতিউর রহমান , ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মোহাম্মদ দবির উদ্দিন উদ্দিন, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন, আবুল হোসেন মালি, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বলেন, যতবার বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় এসেছেন দেশের একের পর এক উন্নয়ন হয়েছে। গ্রাম এখন শহরের রূপ নিয়েছে। তাই তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

#