
বিশেষ প্রতিনিধি :
ঘটনার শুরু আশাশুনির বুধহাটার শহিদুলের একটি ছাগল হারানো নিয়ে । ছাগল খুঁজে না পেয়ে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা হয়েছে । ব্যর্থ হয়ে বৃদ্ধ নেছারউদ্দিনকে বেপরোয়া মারপিট করেছে প্রতিপক্ষের লোকজন । এ ঘটনা শেষ পর্যন্ত গড়িয়েছে আদালত পর্যন্ত ।
সাতক্ষীরা সদর উপজেলার হাবাসপুর গ্রামের নেছারউদ্দিন জানান, সম্প্রতি বুধহাটা গ্রামের খোকা গাজির ছেলে শহিদুল ইসলামের একটি ছাগল বাড়ি থেকে হারিয়ে যায় । এ জন্য শহিদুল ও তার লোকজন সন্দেহ করে ছাগল ব্যবসায়ী নেছারউদ্দিনকে। এ নিয়ে প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ ও পরে বুধহাটা ইউপি চেয়ারম্যানের কাছে যেয়ে সালিশও বসে । চেয়ারম্যান আবদুল হান্নান পর পর চারদিন সালিশ করে নিশ্চিত হন যে নেছারউদ্দিন ছাগলের বিষয়ে কিছুই জানেন না ।
সাতক্ষীরা প্রেসক্লাবে এসে নেছারউদ্দিন ভয়েস অব সাতক্ষীরা ডটকমকে জানান, এ ঘটনার পর একমাস কেটে গেছে । তিনি অভিযোগ করে বলেন গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি শহিদুল ইসলামের বাড়ির কাছ দিয়ে বাড়ি ফিরছিলেন । এ সময় শহিদুল , তার স্ত্রী খুকু বিবি, ছেলে মহব্বত হোসেন বিপু , শ্বেতপুর গ্রামের জালাল হোসেনের ছেলে বকুল এবং আশাশুনির ইউএনওএর গাড়ি চালক তুলশি আঢ্যের ছেলে হিরন্ময় আঢ্য তার ওপর হামলা করে । তারা পেছন দিক থেকে তার গামছা কেড়ে নিয়ে তাকে পিটমোড়া দিয়ে বেঁধে ফেলে । পরে তাকে কিল ঘুষি মারতে মারতে কাবু করে শহিদুলের বাড়ির ছাদে নিয়ে বিবস্ত্র করে রাত প্রায় ৯ টা পর্যন্ত বেঁধে রাখে । তার কাছে থাকা ১৬ হাজার তিনশ’ টাকাও কেড়ে নেয় তারা । হিরন্ময় আঢ্য নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে জেল খাটানোরহুমকি দেয় ।
নেছারউদ্দিন আরও জানান তীব্র যন্ত্রনায় তিনি কোঁকাতে থাকলে লোক মারফত খবর পেয়ে আশাশুনি থানার এসআই আবদুর রাজ্জাক ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন এবং নিজেই বাঁধন খুলে দেন । এসআই রাজ্জাক ছিনিয়ে নেওয়া টাকাও ফেরত দেন নেছারকে । তিনি একজন সাধারন ব্যবসায়ী । তার সামাজিক মান সম্মান রয়েছে । ছাগল চুরির মতো ঘৃন্য অপরাধের দায় চাপাতে ব্যর্থ হয়ে শহিদুলের ছেলে বিপুর নেতৃত্বে তার ওপর হামলা হয়েছে । তাকে সামাজিকভাবে অপমানিত করা হয়েছে । তিনি এর প্রতিকার দাবি করে গত রোববার সাতক্ষীরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন । আদালত বিষয়টি তদন্ত করে আগামি ২৭ অক্টোবর রিপোর্ট দেওয়ার জন্য আশাশুনি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন ।
নেছার জানান, এই মামলা করার পর ইউএনওএর গাড়ি চালকপুত্র হিরন্ময় তাকে ফের হুমকি দিয়েছে । ‘ এবার তোকে পিটেয় হাড় ভেঙ্গে দেবো এবং জেলও খাটাবো ’ শাসিয়েছে সে ।