আশাশুনির ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬০, সংরক্ষিত মহিলা পদে ১২১, সাধারণ সদস্য পদে ৪৩০ প্রার্থী


775 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আশাশুনির ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬০, সংরক্ষিত মহিলা পদে ১২১, সাধারণ সদস্য পদে ৪৩০ প্রার্থী
ফেব্রুয়ারি ২২, ২০১৬ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

গোপাল কুমার, আশাশুনি ব্যুরো ঃ
আশাশুনি ইউনিয়ন পরিষদ নির্বাচন’১৬ আজ মনোনয়ন  উত্তোলন জমাদানের শেষ দিন। উপজেলার ১১টি ইউনিয়নে ২লক্ষ,৮ হাজার, ৭শ ৯৫জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন। পুরুষ ভোটার ১ লক্ষ ৫ হাজার ৬৩ জন, ও মহিলা ভোটার ১লক্ষ ৩ হাজার ৭শ ৬৩জন জন। ১১টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬০ ও সংরক্ষিত আসনে ১শ২১জন, সাধারণ সদস্য (মেম্বর)৪৩০জন। ১নং শোভনালী ৫জন, আ’লীগের প্রভাষক মোনায়েম হোসেন, বিএনপির আছিফুর রহমান তুহিন, স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান, সাইফুল্যা ও পান্না কায়সার। ২নং বুধহাটায় ৩জন, আ’লীগের আবম মোছাদ্দেক, বিএনপির আব্দুল হান্নান, স্বতন্ত্র শরিফা খাতুন। ৩নং কুল্যায় ৪জন, আ’লীগের সাইদ ঢালী, বিদ্রোহী দেলোয়ার হোসেন, বিএনপির এসএম রফিকুল ইসলাম, স্বতন্ত্র ইয়াকুব আলী, ৪নং দরগাহপুর ১১জন, আ’লীগের মিরাজ আলী, বিএনপির শেখ তারিকুল হাসান, স্বতন্ত্র সাইফুল ইসলাস, আব্দুল রাজ্জাক, শরিফুল ইসলাম , জমির উদ্দীন, মহাবুর, হোসেন, বারী, খান, জাহাঙ্গীর হোসেন, ৫নং বড়দল ৯জন, আ’লীগের আব্দুল আলিম মোল্যা, বিএনপির আজহারুল ইসলাম মন্টু, স্বতন্ত্র আব্দুল হান্নান মন্টু, রউফ গাজী, বিশ্বজিত ম্ন্ডল, সিরাজুল ইসলাম, গফুর, ৬নং আশাশুনি সদর ৫জন, আ’লীগের  এড. শহিদুল ইসলাম পিন্টু, বিএনপির আবু হেনা মোস্তফা কামাল, জাপা আজাদ হোসেন টুটুল, স্বতন্ত্র সম সেলিম রেজা মিলন, ঢালী সামছুল আলম, ৭নং শ্রীউলা ৬জন, আ’লীগের  আবু হেনা সাকিল, বিদ্রোহী নুর মোহাম্মদ, বিএনপির এড. নুরুল আমিন, স্বতন্ত্র প্রভাষক দিপংকর বাছাড়, জহুরুল হক, লাকী, ৮নং খাজরা ৫, আ’লীগের এস,এম শাহ নেওয়াজ ডালিম, বিএনপির বোরহান উদ্দীন বুলু, রুহুল কুদ্দুস, স্বতন্ত্র হাফিজুল ইসলাম, রবিউল ইসলাম, ৯নং আনুলিয়া ৩জন, আ’লীগের  আলমগীর আলম লিটন, বিএনপির রুহুল কুদ্দুস, স্বতন্ত্র ফারুক হোসেন, ১০নং প্রতাপনগর ৩জন, আ’লীগের শেখ জাকির হোসেন, বিএনপির শাহা আলম, স্বতত্ব খালিদুর রহমান বাবু, ১১নং কাদাকাটি ৬জন, আ’লীগের দিপংকর সরকার, আ’লীগের তুহিন উল্ল্যাহ, জহির উদ্দীন, মন্টু, আজিজ, মফিজুল হক। এছাড়া ১১টি ইউনিয়নের সংরক্ষিত আসনে ১২১জন প্রার্থী ও ১১টি ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডে ৪শ৩০ সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র জমা পড়েছেন। কিন্তু দিনের শুরুতেই ছিল বিদ্যুহীন আশাশুনি উপজেলা জেলা। বিদ্যুৎ না থাকায় প্রার্থীদের নাজেহাল হয়ে পড়ছে। বিদ্যুৎ না থাকায় অনেক প্রার্থী মনোনয়ন পত্রের প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র ফটোকপি করতে না পারায় ১জন চেয়ারম্যান প্রার্থী ও ৩জন মহিলা প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমাদিতে ব্যর্থ হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে ও প্রার্থী সূত্রে জানা যায়। শত ব্যস্ততার মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেওয়ায় উপজেলায় উৎসুক জনতার উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে।