
আশাশুনি প্রতিনিধি :
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরার আশাশুনি উপজেলার একসরা বাজারে আওয়ামী লীগের দু’গ্রপের সংঘর্ষে দু’জন আহত হয়েছেন। আহতরা হলেন,মধ্যম একসরা গ্রামের মিকাইল সানার ছেলে তরিকুল ইসলাম(২৮) ও একই গ্রামের ফেরদাউস আলম(৩০)।
স্থানীয়রা জানান,আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আনুলিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম লিটন ও সাধারন সম্পাদক ফারুকুজ্জামানের মধ্যে বিরোধ চলে আসছিল। তাদের সমর্থকদের কথা কাটাকাটির জের ধরে মঙ্গলবার দুপুরে একসরা বাজারে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের সময় উভয় গ্রুপের লোকজন দেশী অস্ত্রে সজ্জিত ছিল। পরে লিটন গ্রুপের লোকজন একসরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামানের বাড়ীতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় লিটন এক রাউন্ড ফাকা গুলি করেন। সংঘর্ষের সময় একসরা বাজারে ৪টি বোমার বিস্ফোরনও ঘটান হয়। এতে দু’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মনিরুজ্জামান জানান,সংঘর্ষের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।