আশাশুনির কাদাকাটিতে মাল্টি পারপাস সাইক্লোন শেল্টারের ভিত্তি প্রস্তর স্থাপন


490 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আশাশুনির কাদাকাটিতে মাল্টি পারপাস সাইক্লোন শেল্টারের ভিত্তি প্রস্তর স্থাপন
মার্চ ২৪, ২০১৮ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

এস,কে হাসান ::
আশাশুনি উপজেলার কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাল্টি পারপাস সাইক্লোন শেল্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বেলা ১১.৩০ টায় স্কুল চত্বরে কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মোসলেম আলি মালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ বি এম মোস্তাকিম। সহকারী প্রধান শিক্ষক একরামুল ইসলাম ও সাংবাদিক এম এম সাহেব আলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পিআইও অফিসের উপ সহকারী প্রকৌশলী মামুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার সরকার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বাচ্চু, বিমল কৃষ্ণ গাইন, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, সমাজ সেবক মফিজ উদ্দিন শুভ, প্রাক্তন প্রধান শিক্ষক দিলিপ কুমার মন্ডল, আলহাজ্ব ডাঃ গাউসুল হক, মুক্তিযোদ্ধা আহাদ আলী, তুহিন উল্লাহ তুহিন, মহিলা মেম্বার শাশ্বতী রানী, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, রমজান আলি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এখলাছুর রহমান। উপকুলীয় ও ঘুর্ণিঝড় প্রবন এলাকায় বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মান (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ২ কোটি ১০ লক্ষ ৩৭ হাজার ৫১৭ টাকা ব্যয় বরাদ্দে ৩য় তলা বিশিষ্ট এ ভবন নির্মান করা হবে। আগামী ২ মার্চ ২০১৯ সালের মধ্যে কাজ শেষ করতে হবে। প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে ফলক উন্মেচন করে নির্মান কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।