আশাশুনির কাদাকাটি বাজার – রাধাবল্লভপুর পর্যন্ত প্রায় ৩ কি.মি. রাস্তা বেহাল অবস্থা


792 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আশাশুনির কাদাকাটি বাজার – রাধাবল্লভপুর পর্যন্ত প্রায় ৩ কি.মি. রাস্তা বেহাল অবস্থা
আগস্ট ১১, ২০১৫ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

গোপাল কুমার, আশাশুনি : আশাশুনির তেতুলিয়া বাজার হতে রাধাবল্লভপুর পর্যন্ত প্রায় ৩ কি.মি. ইটের সোলিং রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারন করেছে। সরেজমিনে ঘুরে ও প্রাপ্ত তথ্যে জানাগেছে, উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেতুলিয়া বাজারের চৌরাস্তা মোড় হতে শুরু ইটের সলিং প্রায় ৩কি.মি রাস্তাটি খানাখন্দে ভরে গেছে।  সামান্য বর্ষাতেই পথচারীরা নাজেহাল হয়ে পড়ছে। ইট উঠে ছোট বড় গর্তে পরিপূর্ণ হয়েছে আবার ইটের উপর ও মাটি পড়ে। অনেক স্থানে ইট রাস্তা থেকে ইট একেবারেই বিলীন হয়ে গেছে। রাস্তা দিয়ে প্রতিদিন ছাত্র-ছাত্রীরা স্কুল, কলেজ মাদ্রাসা যেতে নাকাল হয়ে পড়ছে। নাকাল হয়ে পড়ছে হাট বাজারগামী সকল পথচারী। এ সময় ভুক্তভোগী পথচারী আমাদের এ প্রতিবেদনকে জানান রাস্তাটি দীর্ঘ ১৫/১৬ বছর পূর্বে ইটের সলিং হওয়ার পর থেকে আজও পর্যন্ত সংস্কার হয়নি। এ সময় কিছু পথচারী অভিযোগ করে বলেন এটি যেন একটি অভিভাবক হীন রাস্তা যা দেখার কেহ নাই। উক্ত রাস্তাটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সুধী ও সচেতন মহল।