
এস,কে হাসান ::
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি ব্রীজ সংলগ্ন গুনাকরকাটি টু সাতক্ষীরা সদরের সুপারিঘাটা পর্যন্ত পিচের কার্পটিং সড়কের কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী সড়কটির নির্মান কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় ধুলিহর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আনিসুর রহমান,কুল্যা ইউনিয়ন কৃষকলীগ সভাপতি তারিকুল ইসলাম,সমাজসেবক মোঃ ফারুক হোসেন, আব্দুস সালাম,জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ০২ কিলোমিটার সড়কটির নির্মাণকাজের উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।